রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার ঢাকা - রংপুর মহাসড়কের শঠিবাড়ী - মিঠাপুকুরের উভয়পাশে ১৪.৩৭ বর্গমাইল এলাকা নিয়ে দুর্গাপুর ইউনিয়ন অবস্থিত। ইউনিয়নের উত্তরে লতিবপুর ইউনিয়ন, দক্ষিণে পীরগঞ্জ উপজেলা, পূর্বে বড় হযরতপুর ইউনিয়ন ও পশ্চিমে চেংমারী ইউনিয়ন অবস্থিত।
ভৌগলিক তথ্য
ইউনিয়ন এলাকার মাটি প্রধানত বেলে দো আঁশ প্রকৃতির। ইউনিয়নের পশ্চিম পাশ দিয়ে আখিরা নদী প্রবাহিত। ইউনিয়নের চিথলীর বিল, সাতাশির বিল ও কাঠালীর বিল নামে ৩ টি বিল আছে।
ম্যাপ (ফ্ল্যাশ)
ম্যাপ (ছবি)